খুলনা রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করলেন ডিআইজি রেজাউল হক পিপিএম

দ্বারা zime
০ মন্তব্য 28 দর্শন

খুলনা রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার চেতনাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আজ ২০ ডিসেম্বর খুলনা জেলা পুলিশের আয়োজনে খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে খুলনা রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডিআজি মোঃ রেজাউল হক, পিপিএম। তিনি তাঁর বক্তব্যে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

এবারের টুর্নামেন্টে খুলনা রেঞ্জের বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত মোট ০৮টি পুরুষ দল ও ০২টি নারী দল অংশগ্রহণ করছেন, যা নারী পুলিশ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে খেলাধুলায় সমতা ও অগ্রগতির প্রতিফলন ঘটাচ্ছে।অনুষ্ঠানে খুলনা রেঞ্জ অফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন