খুলানায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ দুই অস্ত্র ব্যবসায়ী কে আটক করেছে। আটককৃত আসামির নাম সাইফুল ইসলাম রনি।আটককৃত আসামিরা খুলনার দীঘলিয়া উপজেলার বাসিন্দা।
খুলনা ডিবি পুলিশের সূত্র জানায়, খুলনা জেলা পুলিশ সুপার জনাব এসএম শফিউল্লাহ বিপিএম এর দিক নির্দেশনা মোতাবেক গোয়েন্দা পুলিশের ইনচার্জ জনাব তোফায়েল আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) সেখ কনি মিয়া, এসআই (নিঃ)/মুক্ত রায় চৌধুরী, পিপিএম সঙ্গীয় অফিসার-ফোর্স সহ দিঘলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনাসহ আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে দিঘলিয়া থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকাকালে গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র ক্রয়-বিক্রয় কথা জানিতে পারিয়া দিঘলিয়া থানাধীন হাজিগ্রাম সাকিনের কালাম শেখ এর বাড়ীর সামনে থেকে ১০/০৮/২০১৯ খ্রিঃ তারিখ ১২.৪৫ ঘটিকার সময় উপস্থিত হয়ে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অস্ত্র ব্যবসায়ী
১। সাইফুল ইসলাম রনি (৩৪), পিং-মৃত নিজাম শেখ, সাং- হাজিগ্রাম,
২। মোঃ সুমন শেখ (২৪), পিং- আবুল কালাম শেখ, সাং-বাতিভিটা উভয়থানা- দিঘলিয়া, জেলা-খুলনাদেরকে গ্রেফতার করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা ডিবির ওসি তোফায়েল আহমেদ প্রতিবেদক কে জানান,অভিযানের সময় ডিবি পুলিশ আসামি সাইফুল ইসলাম রনির দেহ তল্লাসী করে তার কোমরে গোজা অববস্থায় একটি অত্যাধুনিক বিদেশী পিস্তল ০২ রাউন্ড পিস্তলের কার্তুজ লোড অবস্থায় এবং আসামিদের অস্ত্র ক্রয়-বিক্রয়ের যোগাযোগের মাধ্যমে হিসেবে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন এবং ০১ টি এ্যাপাসি ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।তিনি আরো জানান আটককৃতদের নামে বিষ্ফোড়ক আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।