★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
অবাস্তব মনে হলেও বিষয়টি এবার সত্যি সত্যি প্রমানিত হয়েছে।অন্যান্য জেলার ন্যায় এবার খুলনা জেলাতেও ১০০ টাকার ব্যাংক ড্রাফ্টের মাধ্যমে পুলিশের চাকুরী দিবেন, খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নিজামুল হক মোল্যা।
গত ২৫ ই ফেব্রুয়ারী ২০১৮ তারিখ খুলনা জেলা পুলিশের ফেইজবুক আইডি থেকে নিয়োগ সংক্রান্ত একটি সতর্কতা মুলক বিজ্ঞপ্তি দেওয়া হয়।উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়,ইং ০৪/০৩/২০১৮ তারিখে খুলনা পুলিশ লাইন্স মাঠে সকাল ৮ টার সময় ট্রেইনি রিক্রুট (পুরুষ-মহিলা)কনস্টেবল নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হইবে।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগের ব্যাপারে কোন রকম তদবীর করলে উক্ত প্রার্থীর আবেদন পত্র বাতিল বলিয়া গন্য হবে।তিনি আরো বলেন,নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন রকম আর্থিক লেনদেনের সংশ্লিষ্ঠতা পাওয়া গেলে প্রার্থী এবং দালালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।কনস্টেবল নিয়োগে কোন দূর্নীতি দেখলে সাথে সাথে পুলিশ সুপার, খুলনা – 01713-374095 নাম্বারে ও অতিরিক্ত পুলিশ সুপার খুলনা-01713-374096 নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে বলেছেন,নিয়োগ বোর্ডের সভাপতি ও খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ নিজামুল হক মোল্যা।
নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে অন্য জেলা থেকে কয়েকজন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় উপস্থিত ছিলেন। সকলের নাম জানা সম্ভব হয় নি।তবে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মেরিনা আক্তার উক্ত নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন।