
গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমিতে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।আজ ২৫ মার্চ ২০২৫ খ্রি: তারিখে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অবস্থিত বধ্যভূমিতে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
![]()
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ,সুধীজন ও শিক্ষক-শিক্ষার্থীগণ।
প্রাসংঙ্গত : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহিনী ঢাকা শহরে একটি পরিকল্পিত গণহত্যা চালায়, যা ইতিহাসে “অপারেশন সার্চলাইট” নামে পরিচিত। পাকিস্তানি বাহিনী এদিন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী ও অন্যান্য শহর ও অঞ্চলে বিক্ষিপ্তভাবে সাধারণ জনগণের ওপর আক্রমণ চালায়। এই রাতে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়, এমনকি মসজিদে, বাসাবাড়িতে, হাসপাতালগুলোতে পর্যন্ত নির্বিচারে হামলা করে গণহত্যা করা হয়েছিল,তারই স্মরণে ও শ্রদ্ধায় জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়।
