গাজীপুর জেলা পুলিশের ৪ অফিসারকে “আইজি ব্যাজ” পরিয়ে দিলেন ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো: হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। বৃহম্পতিবার বিকাল ৪ টার দিকে ঢাকা রেঞ্জ কনফারেন্স রুমে ২০২০ ও ২০২১ সালের Police Force Exemplary Good Service Badge সংক্ষেপে “আইজি ব্যাজ” প্রাপ্ত গাজীপুর জেলা পুলিশের ৪ জন অফিসারকে ব্যাজ, সম্মননা সনদ ও সৌজন্য উপহার প্রদান করেন ঢাকা রেঞ্জের  ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম)  নুরেআলম মিনা বিপিএম(বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন)  জিহাদুল কবির, বিপিএম, পিপিএম অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) মো: মাহবুবুর রহমান, পিপিএম(বার) সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং গাজীপুর জেলা পুলিশ সুপার  এস এম শফিউল্লাহ বিপিএম উপস্থিত ছিলেন।

বর্তমানে গাজীপুর জেলা পুলিশে কর্মরত ২০২০ ও ২০২১ সালে “আইজি ব্যাজ” প্রাপ্ত অফিসারগন হলেন ১)  মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম & অপস) গাজীপুর [ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, গোপালগঞ্জ] ২)  ফারজানা ইয়াছমিন, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, ৩) একেএম মিজানুল হক, সাবেক অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা, ৪)  এএফএম নাসিম, অফিসার ইনচার্জ, কাপাসিয়া থানা [ সাবেক অফিসার ইনচার্জ, টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ]।

উল্লেখ্য যে, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার, পলাতক আসামী গ্রেফতারপূর্বক দায়িত্বাধীন এলাকার অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা তথা সাহসিকতাপূর্ন ও ভাল কাজের স্বীকৃতিস্বরুপ
প্রতিবছর “Police Force Exemplary Good Service Badge ” সংক্ষেপে “আইজি ব্যাজ” প্রদান করা হয় এবং বার্ষিক পুলিশ সপ্তাহে  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মনোনীত পুলিশ সদস্যদের ব্যাজ পরিয়ে দেন ।

করোনা মহামারির কারনে ২০২০ সালে পুলিশ সপ্তাহ পালিত না হওয়ায় এবারের ২০২২ সালের পুলিশ সপ্তাহে পুলিশ হেডকোয়ার্টার্স একই সাথে ২০২০ ও ২০২১ সালের আইজি ব্যাজ প্রাপ্তদের নামীয় তালিকা প্রকাশ করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন