
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার হিসাবে মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) যোগদান করেছেন।
![]()
গতকাল ০৬ জুন /২০২৩ তারিখে মোল্যা নজরুল ইসলামের নিকট থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। গত ৩১/০৫/২০২৩ খ্রিঃ তারিখে জননিরাপত্তা বিভাগের আদেশে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
![]()
নবাগত কমিশনার জিএমপি সদরদপ্তরে পৌছলে বিদায়ী কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ পুলিশের ঐতিহ্য অনুসারে নবাগত কমিশনার কে সশস্ত্র সালাম জানানো হয়।
![]()
নবাগত পুলিশ কমিশনার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে উন্নত টেকনোলজি ও সরঞ্জাম এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ নজর দেওযার কথা উল্লেখ করেন। তিনি উপস্থিত সকলকে পূর্ববর্তী ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে নির্দেশ দেন।
![]()
এসময়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
