সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এই মর্মে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। যারা এ বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে তাদের খুজে বের করতে এবং আইনের আওতায় আনতে পুলিশের পাশাপাশি জন সাধারনকে এগিয়ে আসতে হবে। আজ বুধবার দুপুরে জেলা পুলিশের নেতৃত্বে মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়সহ প্রতিটি স্কুল, কলেজে ও জনসাধারণের মাঝে জনসচেতনামূলক লিফলেট বিতরন করা হয়েছে। উক্ত জনসচেতনতা মুলক গুজব বিরোধী পথ সভায় উপরোক্ত কথা গুলো বলেন মুজিবনগর থানার ওসি জনাব আব্দুল হাশেম।  এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

একই দিন বিকেলে অত্র উপজেলা উপজেলার বিভিন্ন জনবহল এলাকায় মুজিবনগর থানা ওসি আব্দুল হাশেমের নেতৃত্বে জনসাধারণের মাঝে জনসচেতনামূলক লিফলেট বিতার করা হয় এসময় উপস্থিত ছিলেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন