চলমান গুজব ও গণপিটুনির ঘটনা রোধে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী সচেতনতা সপ্তাহ ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই ঘোষণা দেন। পুলিশ প্রধানের নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে দেশের প্রত্যেকটি জেলার ন্যায় মেহেরপুর জেলা পুলিশ গুজব সচেতনতা সপ্তাহ শুরু করেছে।

বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ মেহেরপুর এর উদ্যোগে এবং কমিউনিটি পুলিশিং ফোরাম, মেহেরপুর কর্তৃক আয়োজিত গুজব, জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার)।

এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা রেঞ্জ ডিআইজি বলেন সম্প্রতি সারা দেশে একটি মহল ছেলে ধরা গুজব ছড়িয়ে নিরিহ লোকদের কে গণপিটুনি দিয়ে মেরে ফেলছে আর প্রচার দিচ্ছি তারা নাকি ছেলে ধরা।তারা আরো গুজব ছড়াচ্ছে পদ্মা সেতু তৈরিতে বাচ্চাদের মাথা লাগবে।তিনি বলেন, না জেনে না বুঝে সোশ্যাল মিডিয়ার কোন গুজব শেয়ার করবেন না।আপনারা ছেলে ধরা দেখলে সাথে সাথে নিকটস্থ থানা পুলিশ কে  ইনফর্ম করুন  ।কিন্তু আইন হাতে তুলে নিবেন না। কারন গনপিটুনি দিয়ে মানুষ মারা ফৌজদারি অপরাধ।আর অপরাধ করে বিশেষ করে খুলনা রেঞ্জে পার পাওয়া যাবেনা। তাই নিজে সতর্ক থেকে অন্যদের কেও সতর্ক করুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা প্রশাসক মো: আতাউল গনি, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, পিপি পল্লব ভট্টাচার্য।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পুলিশ ফোরামের সভাপতি ডা.এম এ বাশার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য আশকার আলী, গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। সমাবেেশে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন