সেবাই পুলিশের ধর্ম।
মানব সেবার ব্রোত নিয়ে খুলনা জেলার পুলিশ সুপার জনাব এসএম শফিউল্লাহ বিপিএম এর নেতৃত্বে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে রাতদিন কাজ করে চলেছে খুলনা জেলা পুলিশ।।
তারই ধারাবাহিকতায় গুজব বিরোধী প্রচারণা সপ্তাহের ছষ্ঠ দিনে আজ ৩০ শে জুলাই ডুমুরিয়া থানাধীন বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে”জনসচেতনতা মুলক মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাম্প্রতিক ছেলেধরা/গলাকাটা সংক্রান্ত অবাস্তব ও ভিত্তিহীন গুজব বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃসজিব খান।গুজব বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, পদ্মা সেতুতে মাথা লাগবে এটি সম্পূর্ণ গুজব ছাড়া আর কিছুই নয়।তিনি বলেন, যারা গুজব ছড়িয়ে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন তারা সাবধান হয়ে যান গুজব ছড়িয়ে নিরীহ মানুষকে ছেলে সাজিয়ে গণপিটুনি দিয়ে মারা ফৌজদারি অপরাধ।সজিব খান বলেন, ছেলে ধরা বলে কাউকে সন্দেহ হলে আপনারা নিকটস্থ থানা পুলিশকে খবর দেন কিন্তু আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না।তিনি আরো বলেন,না জেনে না বুঝে ফেইসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কেউ গুজব ছড়াবেন না।।গুজব ছড়ালে তাদের কে আইনের আওতায় আনা হবে।পরে একই দিন চুক নগর থানা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার চুক নগর বাস স্টান্ডে গুজব বিরোধী সচেতনতা মূলক পথসভা করেন ও পথচারীদের মাঝে গুজব বিরোধী সচেতনতা মূলক লিফলেট বিতরণ
গুজব বিরোধী আলোচনা সভায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম (বিপ্লব),৬নং মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শেখ আবুল হোসেন, মাগুরাঘোনা ক্যাম্প ইনচার্জ এস,আই জনাব মোঃ জাকারিয়া হোসেন সহকারি ইনচার্জ এ,এস,আই-কে,এম,ফরহাদ হোসেন সহ অত্র উপজেলার স্কুল কলেজ ও মাদ্রাসার সর্বমোট মোট ৮৭ জন শিক্ষক উপস্থিত ছিলেন।