গুজব সচেতনতা প্রচার সপ্তাহের তৃতীয় দিনেও থেমে নেই খুলনা জেলা পুলিশ।সূত্র জানায়,বাংলাদেশ (ইন্সপেক্টর জেনারেল) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) পুলিশ প্রধানের নির্দেশনা মোতাবেক শনিবার সকালে খুলনা জেলা পুলিশ ডুমুরিয়া এলাকায় একটি বর্ণাঢ্য গুজব সচেতনতা বিরোধী রেলি বের করে। উক্ত র্যালীটির নেতৃত্ব দেন খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম। উক্ত র্যালীতে বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সকল স্তরের জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালী শেষে পুলিশ সুপার বিভিন্ন বাসস্টান্ডে ও জনবহুল প্লেসে সচেতনতার উদ্দেশ্যে গুজব বিরোধী লিফলেট বিতরণ করেন এবং গুজব প্রতিহত করার জন্য সকলের সম্মিলিতভাবে কাজ করার জন্য আহবান জানান।
এসময় খুলনা জেলা পুলিশ সুপার ডুমুরিয়া বাসস্ট্যান্ডে হ্যান্ড মাইক নিয়ে গুজব বিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।এসময় পুলিশ সুপার বলেন গুজবে কান দিয়ে নিরীহ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা গুরুতর ফৌজদারি অপরাধ তিনি বলেন ছেলে ধরা বলে কাউকে সন্দেহ হলে আপনারা পুলিশকে খবর দিন কিন্তু আইন নিজের হাতে তুলে নিবেন না। এ সময় খুলনা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাকিব খান ডুমুরিয়া থানার ওসি সহ অত্র সার্কেলের সকল পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।