ডিআইজি ( এডমিন & ডিসিপ্লিন), পুলিশ হেড কোয়ার্টার্স জনাব হাবিবুর রহমান, বিপিএম(বার) পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ সুপার গোপালগঞ্জ জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম(বার) মহোদয়ের নিবিড় তত্তাবধানে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম এর নেতৃত্বে সদর সার্কেল অফিসের এএসআই রফিক, কং সিরাজ, শরিফ, রানা, রাশেদ, ডিবির এসআই গনেশ, কং ইকবাল ও সদর ফাঁড়ির এএসআই সাজেদুল এর অংশগ্রহনে রাজবাড়ী জেলার বালুয়াকান্দী এলাকা হতে বিকাশ পিন কোড চুরি করে বিকাশ প্রতারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা মোঃ মহসিন মিয়া(৪৯) পিতাঃ মৃত বাদশা মিয়া, সাং ডোলজানি, থানাঃ বালিয়াকান্দি, জেলাঃ রাজবাড়ীকে ২০,০০০/-(বিশ হাজার) টাকা, ৫ টি ফোন ও বিকাশের ২টি রেজিস্টারসহ আটক ও ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এ মামলা দায়ের করা হয়।
উক্ত প্রতারক চক্র বিভিন্ন গ্রাহকের বিকাশ একাউন্ট হ্যাক করে কিংবা বিকাশ এজেন্ট / বিকাশ হেড অফিসের পরিচয়ে ফোন করে বিভিন্ন কৌশলে প্রতারনার মাধ্যমে বিকাশ পিন কোড সংগ্রহ করে গ্রাহকদের বিকাশ একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করত। উক্ত চক্র গত কয়েক মাসে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। প্রতারক চক্রের বাকী সদস্যদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম(বার) মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন।
বিঃদ্রঃ বিকাশ প্রতারনা থেকে সাবধান!!!
যারা বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন করেন তারা কোন অবস্থায়ই অন্য কাউকে নিজের গোপন পিন/কোড নম্বর দিবন না।