গোপালগঞ্জে সোমবার দুপুরে শরীফ টিটো স্মৃতি স্কুল বালিকা কাবাডি প্রতিযোগিতায় গেটওয়ে মডেল স্কুল বিজয়ী হয়েছে। ৪৮-২৪ পয়েন্টে গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় তারা।
জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি স্কুল। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান,পিপিএম(বার)।
এসময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত ডিসি কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু এএসপি আসলাম খান, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুমায়রা আক্তার প্রমুখ।