মীর আবু বকর : সাতক্ষীরায় গ্রাম আদালত ও নারীবান্ধব গ্রাম আদালত সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো: তানজিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তিনি বলেন, গ্রাম আদালত সরকারের এক শাষন পরিচালনা কারী গুরুত্বপূর্ণ স্তম্ভ। আদালতে মামলার জট কমানোর জন্য ভূক্ত ভোগীরা প্রথমে গ্রাম আদালত দারস্থ হন। এখান থেকে অতি সহজে মানুষ প্রতিকার পেতে পারে। তিনি আরো বলেন গ্রাম আদালত পরিচালনা ক্ষেত্রে চেয়ারম্যানদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সাথে আবেদন কারী ও প্রতিবাদীকে মিমাংসার মানসিকতা থাকা দরকার, চেয়ারম্যানদের দলমত উর্দ্ধে বিচার কার্য সম্পন্ন করতে হবে। তবে গ্রাম আদালতের প্রতি মানুষের আরো আস্থা বাড়বে। নারীদের বিচারের ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে হবে। আগামীতে গ্রাম আদালত আরো শক্তিশালী করা হবে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার মুর্শিদা খাতুন, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ও গ্রাম আদালত থেকে সেবা প্রাপ্তরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী এসএম রাজু জাবেদ।