ঘুর্ণিঝড় আমপান ও কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে ঘরের চাল উড়ে যেয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন সাতক্ষীরা সদরের পদ্মশাঁখরা গ্রামের সাংবাদিক জিয়াউল ইসলাম জিয়া। বর্তমানে তিনি মানবেতর জীবন যাপন করছেন।
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার সীমান্ত প্রতিনিধি জিয়াউল ইসলাম জিয়া বলেন, ঘুর্ণিঝড় আমপানের আঘাতে তার গোয়ালঘর ও রান্না ঘর ভেঙে যায়।
বুধবার রাতে কালবৈশাখীর হঠাৎ তাণ্ডবে তার বসতঘরের টিনের চাল উড়ে রাস্তার উপরে পড়ে। ঝড়ে তার ঘরের সিলিং ফ্যান ও বৈদ্যুতিক তার ছিড়ে যায়। পড়ে যায় ঘরের আংশিক দেওয়াল। এতে তারা জীবনে বেঁচে গেলেও সারা রাত্র ঝড়বৃষ্টির মধ্যে সিড়ির নীচে কাটান। ঘরের জিনিসপত্র সব কিছুই ভিজে নষ্ট হয়ে গেছে। ইচ্ছা করলেও তিনি তার ঘর সংস্কার করতে পারছেন না। ফলে পারবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।এবিষয়ে সাংবাদিক জিয়া সরকারী সহায়তা পাওয়ার জন্য সাতক্ষীরা জেলা জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।