ঘুর্ণিঝড় বুলবুল’র তান্ডবে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়ন পরিদর্শণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) । রবিবার বিকেলে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়ন পরিদর্শন করেন জেলার শীর্ষ এই দুই কর্মকর্তা।
পরিদর্শন কালে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং সাহস ও ধৈর্যের সাথে দূর্যোগ মোকাবেলার জন্য তাদেরকে ধন্যবাদ জানান।ত্রাণ বিরতণ কালে জেলা প্রশাসক বলেন,আপনারা আশ্রয়কেন্দ্রে এসে বুদ্ধিমর্তার পরিচয় দিয়েছেন।তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা আপনাদের জন্য ত্রাণ নিয়ে এসেছি প্রধান মন্ত্রী বলেছেন আপনাদের ভেড়িবাধ ঠিক করে দেওয়া হবে।তিনি বলেন,আপনাদের যাদের যাদের ঘরবাড়ি ভেঙে পানিতে ডুবে গেছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। আপনারা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাবেন।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক সবাইকে ধন্যবাদ জানান।বিশেষ করে শ্যামনগর থানা পুলিশ কে বিশেষ ধন্যবাদ জানান গতকাল বানভাসী মানুষদের কে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনার জন্য। কোন প্রাণহানিরর ঘটনা না ঘটায় জেলা প্রশাসক মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।
ত্রাণ বিতরণ কালে পুলিশ সুপার বলেন, আপনাদের আরো ত্রাণ দেওয়া হবে। আমরা আহবান জানালেই আপনারা এসে ত্রাণ নিয়ে যাবেন।
ক্ষতি গ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মাহমুদুর রহমান,কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো:জামিরুল ইসলাম,শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক গাবুরা ইউ’পির সাবেক চেয়ারম্যান জনাব জি এম শফিউল আযম লেনিন প্রমুখ।