ধুলিহরের আশ্রয়কেন্দ্রে খিচুড়ি রান্না করে খাওয়ালেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। রবিবার সকালে ধুলিহরের কয়েকটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও দেবাশীষ চৌধুরী।এসময় পূর্ব ঘোষনা মোতাবেক ধুলিহরে সাইক্লোন সেন্টারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে খিচুড়ি রান্না করা হয়।

পরে নির্বাহী অফিসার আশ্রয় কেন্দ্রের প্রায় ৬০০ মানুষের প্লেটে নিজের হাতে খিচুড়ি বন্টন করে দেন।খিচুড়ি বিতরণ শেষে ইউএনও দেবাশীষ চৌধুরী আশ্রয় নেওয়া মানুষদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।এসময় ইউএনও বলেন,ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা দুর্যোগে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিরূপন করার জন্য আপনার এলাকার ক্ষয়ক্ষতির সঠিক তথ্য দিয়ে সদর উপজেলা প্রশাসন কে সহায়তা করুন।তিনি আরো বলেন,সরকারের পক্ষ থেকে যা যা করণীয় আমরা সেগুলো করবো। তিনি সমাজের বিত্তবান দেন কে ঘূর্ণিঝড় বুলবুল আক্রান্ত মানুষের জন্য আহবান জানান। এসময় সদর উপজেলার পিআইও ইয়ারুল ইসলাম,ধুলিহরের চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ধুলিহর ইউনিয়ন পরিষদের সচিব সহ এলাকার অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন