চলমান গুজব ও গণপিটুনির ঘটনা রোধে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী সচেতনতা সপ্তাহ ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই ঘোষণা দেন। পুলিশ প্রধানের নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে দেশের প্রত্যেকটি জেলার ন্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশ গুজব সচেতনতা সপ্তাহ শুরু করেছে।


তারই ধারাবাহিকতায় গণ সচেতনতা সপ্তাহ(২৫-৩১ জুলাই ২০১৯) উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২.০০ ঘটিকায় খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে নগরবাসীকে গুজবের বিষয়ে সজাগ ও সচেতন থাকার আহবান করেন কেএমপি’র মাননীয় পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা।কেএমপি কমিশনার বলেন বিংশ শতাব্দীতে এই ধরনের গুজবে কারো ভয় পাওয়ার কথা নয় আবার এটি বিশ্বাষ যোগ্যও নয়।তিনি বলেন আপনার ছেলেমেয়ে কে জিজ্ঞাসা করুন দেখবেন তারাও বিষয়টি বিশ্বাস করবেনা।তাই কেউ ছেলে ধরা গুজবে কান দিবেন না।ছেলে ধরা মনে হলে কাউকে গণপিটুনি দিয়ে ফৌজদারি মামলার আসামি হবেন না।কাউ কে ছেলে ধরা মনে হলে নিকটতম থানা পুলিশ কে ফোন দিন কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না।পরে কেএমপির পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্কুল, কলেজে গুজব বিরোধী লিফলেট বিতরণ করা হয়।    

উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব সরদার রকিবুল ইসলাম বিপিএম সহ খুলনা মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন