দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় রোববার থেকে শুরু হচ্ছে রমজান মাস। এদিন থেকেই বাংলাদেশের মুসল্লিরা সিয়াম পালন করবেন।
শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা শেষে দেশের আকাশে চাঁদ দেখার কথা জানানো হয়।
যার অর্থ দেশের মুসলমান সম্প্রদায় আজ শনিবার রাতে তারাবির নামাজ পড়ার পর রোববার ভোররাতে সাহরি খাবেন।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শনিবার থেকেই রোজা শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।
রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই ১ মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা।
শনিবার ২ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।