চুয়াডাঙ্গার দামুড়হুদার মুক্তারপুরে পুলিশের সাথে ক্রসফায়ারে বারী হক ওরফে আব্দুল বারেক নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি তিনি মাদক ব্যবসায়ী। শুক্রবার রাত ২টায় মুক্তারপুর নলডাঙ্গা মাঠে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ২ রাউন্ড গুলি, ২টি রামদা ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, জেলার কার্পাসডাঙ্গা মিশন পাড়ার আব্দুল গণির ছেলে বারী হক ওরফে আব্দুল বারেক জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভারত থেকে আনা ফেনসিডিলের একটি চালান পুলিশ মুক্তারপুর নলডাঙ্গা মাঠে অবস্থান নেয়।
এসময় মাদক পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে এ সময় ৮/১০ রাউন্ড গুলি বিনিময় হয়। এক পর্যায়ে মাদক পাচারকারীরা পিছু হটে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে বারী হকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় মাদকসহ ১৫টি মামলা রয়েছে।