হলি আর্টিজানে হামলার পর র‌্যাবের হাতে গ্রেপ্তার ৫১২ জন জঙ্গির মধ্যে ৩০০ জন জামিনে আছে। এই ৩০০ জনের মধ্যে অধিকাংশই পলাতক বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। আর এই জঙ্গিরা দেশের নিরাপত্তার জন্য থ্রেড (হুমকি) বলে জানান র‌্যাব প্রধান। এজন্য জঙ্গিদের জামিনের জন্য আদালতে না দাঁড়াতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ঈদ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন তিনি একথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, ‘এসব জঙ্গিকে আইনি সহায়তা দেওয়া মানে আত্মঘাতী।’ আইনজীবীরা যেন জঙ্গিদের আইনি সহায়তায় না দেন সে ব্যাপারে অনুরোধ জানান বেনজীর আহমেদ। বলেন, ‘জঙ্গিরা বিচারালয়ে হামলা চালিয়েছিল- এমন ঘটনাও আছে। তাই, আইনজীবীরা যেন জঙ্গিদের আইনি সহায়তায় না দেন। আপনারা যাদের পক্ষে যুক্তি উপস্থাপন করে জামিনের ব্যবস্থা করেছেন, তাদেরকে আবার কোর্টে হাজির করেন, সমস্যা নেই। কিন্তু তারা প্রায় সবাই পলাতক রয়েছে। তাই আপনাদের প্রতি অনুরোধ, জঙ্গিদের বিষয়টাকে আপনার ভিন্নভাবে দেখবেন।’

পলাতক জঙ্গিদের যেন ধরে আনার ব্যবস্থা করা হয় সেই জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।

র‌্যাব ডিজি বলেন, ঈদে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন স্থানে ১৫ ক্যাম্প ও ২৪টি মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলার তথ্য পেলে সেটি দমনে র‌্যাব সবসময় প্রস্তুত।

জাতীয় ঈদগাহসহ রাজধানীতে পাঁচ শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে জানিয়ে র‌্যাব ডিজি বলেন, ‘রাজধানী ছাড়াও শোলাকিয়া, দিনজপুরসহ সবকটি বড় ঈদ জামাতে নিরাপত্তা কাভার করা হবে।’





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন