মাহফিজুল ইসলাম আককাজ :আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতিকের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের সুলতানপুর বড় বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তার দু’ধারে দোকানে দোকানে লিফলেট বিলি করেন এবং ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা সদর আসনের নৌকার মাঝি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। নির্বাচনী গণসংযোগকালে তিনি বলেন,‘আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। আমি গত ৫ বছরে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার অনেক উন্নয়ন করেছি। যেগুলি বাকি আছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলি আপনাদের সহযোগিতা নিয়ে শেষ করবো এবং আপনাদের প্রত্যাশানুযায়ী উন্নয়ন করবো। জননেত্রী শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় খোট দিন। আমাকে আবারও নৌকায় ভোট দিন। আমি আলোকিত মানুষ নিয়ে জনগণের চাকর হিসেবে কাজ করবো এবং সুন্দর সাতক্ষীরা উপহার দেবো।’ গণসংযোগকালে নৌকার পক্ষে স্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে। গণসংযোগ বিশাল মিছিলে রুপ নেয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, পৌরসভার কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ আব্দুস সেলিম, শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, কাজী ফিরোজ হাসান, মো. শহিদুল ইসলাম, ফারহা দীবা খান সাথী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, ইদ্রিস বাবু, সুলতানপুর মৎস্য বাজার সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, সুলতানপুর কাঁচা বাজার সমিতির আব্দুর রহিম বাবু, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সহ-সভাপতি নাসির উদ্দিন, সাবেক সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, কাজী মারুফ আহমেদ প্রমুখ। এসময় আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন