মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদর উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় শিক্ষাউপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী শিক্ষা উপ বৃত্তির চেক বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘শিক্ষার উন্নয়নে এবং শিক্ষার মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে মোবাইলের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ডিজিটাল বাংলাদেশের সেবা এখন মানুষের দোর গোড়ায়। জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে থাকা অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে ব্যাপক সহায়তা প্রদান করছে। আপনারা সকলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ্য থেকে এভাবে দেশের সেবা করে যেতে পারে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান প্রমুখ। সদর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ২০১৮-১৯ অর্থবছরে প্রাথমিক স্তর, মাাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর ও উচ্চতর স্তরে সর্বমোট ৩০৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় ১০৬ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক এবং বিশেষ ভাতাভোগীর (দলিত, হরিজন, বেদে) অনুকূলে ৭২ টি চেক প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসিিফকুর রহমান মিল্টন, খুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি মো. মোখলেছুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান।