খুলনায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৮ পালিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিভাগীয় কার্যালয় খুলনা বুধবার সকালে এসকল অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। এ বছরের জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য “পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার।”
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালের প্রতিবেদন অনুযায়ী খুলনা জেলার এক বছরের নিচে শিশুর ক্ষেত্রে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ২৫ জন, পাঁচ বছরের নিচে শিশুর ক্ষেত্রে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ২৮ জন। মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৪৬ জন। তবে মাতৃমৃত্যুর হার ৭০ এ নামিয়ে আনার জন্য কর্মসূচি অব্যাহত রয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ মো. আব্দুল কাদির, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মো. মনিরুজ্জামান এবং খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক(যুগ্ম-সচিব)জনাব মোঃ শরিফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গুরু প্রসাদ ঘোষ।
আলোচনা সভা শেষে বিভাগীয় ও জেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী, সেবাকেন্দ্র, বেসরকারি সংস্থা, ইউনিয়ন ও উপজেলা পরিষদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
এর আগে সকালে বিশ্ব জনসংখ্যা দিবসের শোভাযাত্রা নিউ মার্কেট প্রাঙ্গণ হতে শুরু হয়ে বিভাগীয় জাদুঘরে এসে শেষ হয়।