সিটিজেন জার্নালিস্ট(জিমি): “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দেবহাটায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে দেবহাটা বাজার প্রদক্ষিণ শেষে মুক্তমে আলোচনা সভায় সমাবেত হয়। এতে অংশ গ্রহণ করে উপজেলা প্রশাসন, সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বপ্ন কর্মীরা, সাংবাদিক, সুধীজন। পরে বিটিভির মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। মুক্তমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কৃষি অফিসার জসীমউদ্দীন, মৎস্য অফিসার বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পরা অফিসার ডা. আব্দুল লতিফ, সাব-রেজিস্টার পার্থ প্রতিম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার বিষ্ণুপদ বিশ্বাস, ইঞ্জিনিয়ার মমিনুল ইসলাম, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, সহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-ছাত্র, এনজিও কর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন