নিজস্ব প্রতিবেদকঃ
বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় পালিত হলো দৈনিক ইত্তেফাক এর ৬৫ বছরে পর্দাপণ অনুষ্ঠান। এ উপলক্ষ্যে রোববার (২৪ডিসেম্বর) র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ’র সভপতিত্বে প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল লতিফ খান, পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি, দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ, প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি জি,এম মনিরুল ইসলাম মিনি। অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি জি,এম মনিরুল ইসলাম মিনিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি ইত্তেফাক এর জন্মদিনের একটি কেক উপহার দেন।

বাক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক ভাষা আন্দোলন থেকে শুরু করে ‘৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বাঙ্গালি জাতীকে অনুপ্রাণিত করেছে। প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক ইত্তেফাক জন্ম না নিলে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনও পিছিয়ে পড়তো।

বর্তমান সময়ে জননন্দিত এই পত্রিকাটি দেশের সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও সকল সামাজিক বৈষম্য দূরীকরণে এখনও স্বোচ্ছার ভূমিকা পালন করে চলেছে। ইত্তেফাকের জ্বালাময়ি লেখনি, তীর্যক শিরোনাম দেশের মানুষকে সংগঠিত করেছে। ইত্তেফাক বাঙ্গালি জাতীর পথপ্রদর্শক হিসাবে আজও কাজ করে চলেছে।

আলোচনা সভা শেষে অথিতিরা ইত্তেফাক এর জন্মদিনের কেক কাটেন। এর আগে পুলিশ সুপারের নেতৃত্বে পেসক্লাব চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন