তারিক ইসলাম: নতুন সড়ক পরিবহণ আইন বাস্তবায়নে জরিমানা আদায়ের ক্ষেত্রে পুলিশ সদস্যরা অপরাধে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম(বার)।
সোমবার বিকেলে টাঙ্গাইলে ই-ট্রাফিকিং সিস্টেম উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জরিমানা আদায় সরকারের লক্ষ্য নয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল করাই মূল লক্ষ্য।
টাঙ্গাইলে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল- ৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ ও জেলা উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিউনিটি পুলিশের প্রতিনিধিগণ।