জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সাতক্ষীরার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা,আলোচনা সভা ও  বিনা মূল্যে রোগীদের চিকিৎসা সেবা  বিনা মূূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ (ফ্রি মেডিকেল ক্যাম্প) সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার সকালে সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্মেলন কক্ষে ডা:লিপিকা বিশ্বাস এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন জেলা পরিবার পরিকল্পনার ডেপুটি ডাইরেক্টর জনাব রওশন আরা জামান।প্রধান অতিধি তাঁর ব্যক্তব্যে বলেন জাতীর জনক বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালী জাতীর স্বপ্নদ্রষ্টা, দেশ গড়ার কারিগর ও স্বাধীনতার মহানায়ক।
তার দেশ প্রেম, শিশু ও সাধারণ মানুষের জন্য অকৃত্রিম ভালবাসার কারনে তিনি শুধু দেশে নয় বিশ্ব দরবারে বাংলাদেশের স্থপতি এবং মহান নেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন।তিনি বলেন জাতির পিতার সুযোগ্য কণ্যা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরপর চার বারের সফল প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেত্রীতে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।বর্তমান সরকার উন্নয়নের সরকার, যার সফলতা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত জনগন ঘরে বসেই স্বাস্থ্য সেবা পাচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো:নকিবুল হাসান,মেডিকেল অফিসার এমওএমসিএইস ডা:আমিনুল ইসলাম প্রমূখ।আলোচনা সভা শেষে জাতির পিতার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।পরে গর্ববতী মহিলাদের ফ্রি চেকআপের মাধ্যমে ওজন মামা,প্রসার মাপা ও প্রয়োজনীয় ঔষধ প্রদাান করা হয়।দ্বিতিয় ধাপে মেডিকেল অফিসার এমওএমসিএইচ ডা:আমিনুল ইসলাম আলিপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ও ভোমরা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।এসময় সংশ্রিষ্ট স্বাস্থ্য সেবা কেন্দ্রে উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা:মোজাম্মেল হক,উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা:রুবিনা খাতুন,এফডব্লুউভি ফেরদৌসি রহমান,এফপিআই আব্দুল ওয়াব,এফপিআই বিধান চন্দ্র মন্ডল সহ ক্লিনিকের অন্যান্য এফডব্লুউএ গণ উপস্থিত থেকে ক্লিনিকে আগত রোগীদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন