জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের United Nations Organization Stabilization Mission in the DR Congo (MONUSCO) উদ্দেশ্যে গতকাল শুক্রবার ভোরে রওনা দেওয়া বাংলাদেশ পুলিশের একমাত্র Female Formed Police Unit (FPU) এর ১৮০ সদস্য গতকাল ১১ সেপ্টেম্বর ২০২০ স্থানীয় সময় আনুমানিক বেলা তিনটায় কঙ্গো পৌঁছেছে।

বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা মিশন এলাকায় পৌঁছে মিশনের দায়িত্বভার গ্রহণ করেছে।

কমান্ডার মেরিনা আক্তার এ ইউনিটের নেতৃত্বে রয়েছেন। এ ইউনিটের সদস্যরা BANFPU-1 (Rotation-13), MONUSCO, DRC ইউনিটকে প্রতিস্থাপন করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে Female Formed Police Unit (FPU) প্রেরণ করছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন