♠♠♠
হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের চৌকশ পরিদর্শক জনাব মোঃ শাহরিয়ার হাসান তাঁর মনের মাধুরী দিয়ে জাতির পিতার স্মরনে হৃদয়ের ভাষা দিয়ে কবিতা লিখেছেন।নিন্মে কবিতাটি হুবাহু তুলে ধরা হলোঃ–
এই স্বরলিপি তোমার জন্য পিতা
……………………………
আমি অপেক্ষা করি তুমি ফিরে আসবে
আমি বিশ্বাস করি
ধাতব বুলেটে তুমি শেষ হয়ে যেতে পারোনা
এই স্বরলিপি তোমার জন্য, পিতা
এই প্রার্থনা তোমার জন্য আজ।
সত্যের কাঠিন্য মেনে নিয়ে তুমি সপ্ন দেখেছিলে
সত্যকে হৃদয়ে বেধে তুমি পথে নেমেছিলে
তুমি জন্মেছিলে অন্ধকার মাতৃজঠরে
তুমি বেড়ে উঠেছিলে আলোকিত হাজারো হৃদয়ে।
তুমি সপ্ন দেখেছিলে শোষনহীন শেকলছেড়া
মুক্ত মানুষের, তুমি সপ্ন দেখেছিলে সাম্যের
তুমি সপ্ন দেখেছিলে এক থালা সাদা ভাতে
দশজন মানুষের সম অধিকারের
তুমি সপ্ন দেখেছিলে শিশুর নিশ্চিত দুধভাত
যুবতির নিরাপদ পথচলা,
কুলি মজুরের শনের কুটিরে খোলা জানালায়
ন্যায্যতার দক্ষিনা বাতাস
তুমি সপ্ন দেখেছিলে মৌলিক চেতনাশুদ্ধ মানুষের
নিরপেক্ষ ধার্মিকতার
পিতা, তুমি বাঁশিতে সুর তুলেছিলে
তুমি ডাক দিয়েছিলে
তুমি সাতকোটি বাঙালিকে
পরিনত করেছিলে অগ্নিশিখায়
তুমি সত্যের পক্ষে ডেকেছিলে সংগ্রামে
জুলুমের বিরুদ্ধে ডেকেছিলে রাজপথে
তুমি ডেকেছিলে আনন্দে, ডেকেছিলে বেদনায়
তুমি ডেকেছিলে স্বাধীনতার অদম্য বাসনায়
ওরা ভেবেছিল তোমার রক্তাক্ত বুকে
চিরতরে অস্তমিত হবে রাসেলের ভোরের সূর্য
থেমে যাবে শিশুর সবুজ মার্বেল
কিশোরি মেয়ের মাঝদুপুরের অলস এক্কা দোক্কা
ওরা ভেবেছিল তোমার বুলেটবিদ্ধ গেঞ্জির ভাজে
মুখ গুজে পরাজিত হবে সপ্নের মেঘদল
পরাজিত হবে রুমির রাইফেল, আজাদের গর্বিত কবর
আর লাখো শহীদের রক্ত তুলিতে আঁকা
লাল সবুজের প্রিয় বঙ্গভূমি
ওরা কি জানেনা পিতা! বুটের পাড়াতে কভূ
মুছে যায়না মানুষের মুক্তির স্লোগান
বুলেটের তীব্র আঘাতে চেতনার মৃত্যু হয়না
ওরা কি জানেনা, মুজিব কোনো ব্যক্তির নাম নয়
মুজিব মানেই একখানা পুরো বাংলাদেশ!
আজো আমি রাজপথে তোমার পদশব্দের আশায়
অপেক্ষা করি পিতা
আজো আমি সমস্ত অন্ধকার ঠেলে
বাতাসে তোমার পরিচিত ভরাট কন্ঠ শুনতে পাই..
“এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”
তোমার পতাকা আজো বয়ে চলে দামাল যুবক
তোমার চেতনা আজো সপ্ন বোনে তরুন লড়াকু চোখে
পিতা, আজো তুমি কাঁচ কাঠের ফ্রেমে যতটুকু
তার চেয়ে হৃদয়ে অনেক বেশি।
লেখকঃ জনাব মোঃ শাহরিয়ার হাসান,পরিদর্শক(তদন্ত),জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরা।