জাতীয় সংসদ নির্বাচনে বডি-ওর্ন ক্যামেরা সঠিকভাবে ব্যবহারের লক্ষ্যে পুলিশ সদস্যদের বাস্তব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 7 দর্শন

জাতীয় সংসদ নির্বাচনে বডি-ওর্ন ক্যামেরা সঠিকভাবে ব্যবহারের লক্ষ্যে পুলিশ সদস্যদের বাস্তব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বডি-ওর্ন ক্যামেরা সঠিক ও কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে আজ ১২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ০৯:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারীদের জন্য একটি বাস্তব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনলাইনে তদারকি করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শেখ জয়নুদ্দীন, পিপিএম এবং সরেজমিনে পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় পুলিশ সুপার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বডি-ওর্ন ক্যামেরার কার্যকর ব্যবহার আরও জোরদার হবে। তিনি সকল অফিসার ও ফোর্সকে বডি-ওর্ন ক্যামেরা যথাযথভাবে ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে পালনের নির্দেশ প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা। এছাড়াও কর্মশালায় বিভিন্ন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন