নিরাপদ সড়ক বাস্তবায়নে এবং জানজট মুক্ত সাতক্ষীরা শহর গড়ে তোলার লক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এসএম মোস্তফা কামাল বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছেন।বৃহম্পতিবার রাত ১২ টার দিকে তিনি তার সরকারি ফেইজবুক আইডি Dc Satkhira Mostofa Kamal আইডি থেকে নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষে কি কি করনীয় এবং কিভাবে সাতক্ষীরা শহর হবে জানজট মুক্ত,এনিয়ে তিনি একটি স্টাটাস দিয়েছেন।স্টাটাসটি হুবাহু তুলে ধরা হলো……
# সাতক্ষীরা শহর হবে জানজট মুক্ত ।
# ফুটপাত থাকবে পথচারীদের দখলে।
# মাত্র তিন মিনিট তিনটি স্থানে থামবে
বাস।
# নারকেল তলা
# সঙ্গীতার মোড়
# পৌর দীঘির পাড়ে।
# লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজ পত্র বিহীন বাস নামলেই জরিমানা জেল এবং জব্দ হবে।
# লেগুনা মাহেন্দ্র চলবে শহরের শেষ প্রান্ত থেকে ফিডার রোডে।
# পৌরসভার অনুমতিপ্রাপ্ত ৫৯৬ টি ইজিবাইক শহর অভ্যন্তরে চলাচল করবে।
এর বাইরে সকল ইজিবাইক জব্দ করা হবে।
# রুটপারমিটবিহীন সকল যানবাহন জব্দ করা হবে এবং শাস্তি প্রদান করা হবে।
# হাইড্রলিক হর্ন জব্দ করা হবে এবং শাস্তি দেয়া হবে।
# সকল প্রকার ইন্জিন চালিত ভ্যান শহরে প্রবেশ করলেই জব্দ করা হবে ।
# ফুটপাতে ইট বালু কাঠ সিমেন্ট রড বাস পন্য সামগ্রী রাখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আপনার শহরকে আপনি নিজে ভালবাসুন। সহজেই শৃঙ্খলা ফিরে আসবে।
নির্দেশনায়-
জনাব এস এম মোস্তফা কামাল
বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সাতক্ষীরা।