খুলনা বিভাগের নিরাপত্তা সম্পর্কে ‘সার্বিক সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা’ সংক্রান্ত বিভাগীয় সভা আজ (সোমবার) দুপুরে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
খুলনাসহ সকল জেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মানসম্মতভাবে প্যাথলজিক্যাল পরীক্ষা সঠিকভাবে হচ্ছে কিনা তা কঠোর নজরদারিতে এনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যমূল্য বৃদ্ধি ও খাদ্যে ভেজাল দিতে না পারে তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে (প্রাথমিক বিদ্যালয় বাদে) ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মসজিদে ইমামদের বক্তব্যদানে আহবান জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোহাম্মদ ফারুক খান,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(অপারেশন্স এন্ড ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম,কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম বিপিএম,খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল,সাতক্ষীরার জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল,নড়াইলের জেলা প্রশাসক আনজুমানআরা,মেহেরপুরের জেলা প্রশাসক মো:আতাউল গনি,বাগেরহাটের জেলা প্রশাসক জনাব তপন বিশ্বাস,কুষ্টিয়ার জেলা প্রশাসক মো:আসলাম হোসেন,চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জনাব গোপাল দাস,ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব সরোজ কিমার নাথ,খুলনা র্্যাব ৬ এর কমানাডার,খুলনা বিজিবির কোম্পানী কমান্ডার সহ খুলনা বিভাগের সরকারি দপ্তরের উর্দ্ধত্তন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।