খুলনা বিভাগের নিরাপত্তা সম্পর্কে ‘সার্বিক সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা’ সংক্রান্ত বিভাগীয় সভা আজ (সোমবার) দুপুরে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

খুলনার সরকারি-বেসরকারি দপ্তর, শপিংমলে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মসজিদে ইমামদের বক্তব্যদানের আহবান জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা শিক্ষা দান ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরিতে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান বিভাগীয় কমিশনার।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)  জনাব হাবিবুল হক খান , খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম)  জনাব একেএম নাহিদুল ইসলাম বিপিএম, কেএমপি প্রতিনিধি, খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক সহ বিভাগীয় পর্যায়ের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন