খুলনা বিভাগের নিরাপত্তা সম্পর্কে ‘সার্বিক সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা’ সংক্রান্ত বিভাগীয় সভা আজ (মঙ্গলবার) সকালে বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি দপ্তরসমূহ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া মসজিদে ইমামদের মাধ্যমে কোরআন হাদিসের আলোকে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনার আহ্বান জানানো হয়। চলন্ত ট্রেনে যেসব এলাকায় পাথর ছোঁড়ার ঘটনা ঘটে সেসব এলাকা নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য, শীতকালীন শাকসবজি ও ফলমূলের বাজার দর মনিটরিং এবং ভেজাল বিরোধী কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়। যশোর-খুলনা মহাসড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করা এবং মাগুরার সীমাখালিতে ভেঙ্গে পড়া ব্রিজটি দ্রুত অপসারণের পদক্ষেপ নিতে সড়ক বিভাগকে অনুরোধ জানানো হয়।
সভায় ১০ জেলার জেলা প্রশাসকসহ বিভাগীয় পর্যায়ের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।