★★★★
সিটিজেন জার্নালিস্টঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজের সভাপতিত্বে ও সাতক্ষীরা গণজাগরণ মঞ্চের সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, জাসদের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, উন্নয়নকর্মী মাধব দত্ত, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলী, উদীচি সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল, সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মাদ আহাদ, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি হাসান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম রেজা মুকুল, জাসদ নেতা আমির হোসন খান চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাক্ষেীরা জেলা কমিটির সদস্য প্রভাষক সুভাশীষ, সাতক্ষীরা জেলা ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল, নাগরিক আন্দোলন মঞ্চের নেতা রওনক বাসার, ইকবাল লোদী, কনক দাশ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ড. জাফর ইকবালের উপর মুক্ত চিন্তার উপর তথা মুক্তিযুদ্ধের চেতনার উপর আক্রমণ। সন্ত্রাসীরা একের পর এক প্রগতিশীল লেখক বুদ্ধিজীবীদের উপর হামলা করে মুক্ত চিন্তার মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এসবের পিছনে মৌলবাদী সংগঠনের মদদ রয়েছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে এসব মৌলবাদী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা প্রশাসনের মধ্যেও কেউ কেউ ঘাপটি মেরে থেকে মৌলবাদি জামাত-শিবির চক্রকে মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেন। সরকারকে এদের বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, হেফাজতে ইসলামের মত মৌলবাদী চক্রের সাথে বন্ধুত্ব করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা সম্ভব নয়। হেফাজতের আদর্শিক বন্ধুরাই মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চায়। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক যে বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখি সেখানে ড. জাফর ইকবালরাই আমাদের পথ প্রদর্শক। তাই তাদেরকে নিরাপত্তা দিতে মৌলবাদের বিষদাঁত ভেঙে ফেলতে হবে।
এর আগে সকাল ১০টায় সাতক্ষীরা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল ও সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। মানবন্ধনে শরিফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখবক্তব্য রাখেন।
তথ্য:ডেইলি সাতক্ষীরা ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন