বাংলাদেশ পুলিশের ১৬৪ জন সদস্য ২০১৮ সালে কর্তব্য পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) জীবন উৎসর্গকারী সেসব পুলিশ পরিবারের সাথে আসন্ন ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ নেন। তার অংশ হিসেবে ১৫ মে ২০১৯ খ্রিঃ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক আয়োজনে জীবন উৎসর্গকারী ১৬৪ জন পুলিশ সদস্যদের পরিবারের ১৭৮ জন সদস্যদের জন্য ঈদের শুভেচ্ছাবার্তাসহ খাদ্য উপকরণ ও ঈদ উপহার সামগ্রী প্রদান করেন। আইজিপির উক্ত ঈদ উপহার সামগ্রী সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের মাধ্যমে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

তারই ধারাবাহিকতায় সোমবার সকালে সাতক্ষীরার পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম,

খুলনার পুলিশ সুপার জনাব এসএম শফিউল্লাহ বিপিএম,

কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব তানভীর আরাফাত পিপিএম(বার),

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার),

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),যশোরের পুলিশ সুপার মোঃমঈনুল হক বিপিএম(বার)পিপিএম,বাগের হাটের পুলিশ সুপার জনাব পংকজ চন্দ্র রায় সহ খুলনা রেজ্ঞের দশ জেলার পুলিশ সুপারগণ তাঁদের নিজ কার্যালয়ে ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রেরিত কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের নিকট ঈদুল ফিতর ২০১৯ এর শুভেচ্ছা উপহার তুলে দেন।এসময় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গ আইজিপি’র ঈদ উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন