।।।।।।।।।।।।
সিটিজেন জার্নালিস্ট(জিমি): গতকাল রাত আনুঃ ১১.৩০ মিনিটে সাতক্ষীরার কামারপাসা গ্রামের নাসিরের ডিপ টিউবওয়েলের সামনে থেকে হযরত আলী নামক এক মাদক ব্যবসায়ী কে বস্তা ভর্তি ৪০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল সহ তাকে হাতে-নাতে আটক করেছেন সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের চৌকশ একটি দল।
গ্রেপ্তারের বিষয়ে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব আলী আহম্মেদ হাশেমী জানান,দেশ ব্যাপি মাদক ও জঙ্গী বিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল রাতে এএসআই জিয়ার ইনফরমেশন মোতাবেক গোপন সংবাদের ভির্ত্তিতে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নের কামারবাসা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানের নেতৃত্ব দেন, গোয়েন্দা শাখার পরিদর্শক(ওসি অপারেশন) জনাব মোঃ শাহারীরার হোসেন।পরিদর্শক শাহারীরার হোসেনের সাথে এস আই মজ্ঞুরুল হাসান, এসআই মিজান,এসআই রিয়াদুল,এএসআই জিয়া সহ সঙ্গীয় ফোর্সের সহযোগীয় রাত আনুঃ ১১.৩০ মিনিটে কামারবাসা গ্রামের নাসিরের ডিপ টিউবওয়েলের সামনে থেকে ৪০০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাদক চোরাচালানকারী (ব্যবসায়ী) হযরত আলীকে গ্রেপ্তার করা হয়।তিনি আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা অকোপটে স্বীকার করেছে।ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যক্ট ২৫ এর বি(২)ধারায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।
প্রাসংঙ্গতঃসাতক্ষীরা ডিবি পু্লিশের এই চৌকশ টিম গত সপ্তাহে সাতক্ষীরার কুশখালী বৈকারী এলাকা থেকে আনসার উল্লাহ টিমের ট্রেনিং প্রাপ্ত ২ জন সদস্য কে ৫০ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলেন।