জেলায় ৫১টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

দ্বারা zime
০ মন্তব্য 23 দর্শন

 

১০ এপ্রিল থেকে সাতক্ষীরা জেলাসহ সারা বাংলাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নিবিড় তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর সাতক্ষীরা জেলায় সর্বমোট ২১হাজার ৯৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। যার মধ্যে ২৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৪হাজার ৬০০জন, ১৪টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৫হাজার ৩৩৪জন এবং ৮টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ১৫৯জন। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নেতৃত্বে সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনারগণ (ভূমি), জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণসহ বিভিন্ন দপ্তরের অফিসারগণ দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালীন সময়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ আশাশুনি ও তালা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে তালা উপজেলায় বয়স লুকিয়ে নিয়মবহির্ভূতভাবে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেয়ার ফলে পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ এর ৩২(২০) অনুচ্ছেদ মোতাবেক বালিয়াদহ কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং এসিল্যান্ড কর্তৃক ভ্রাম্যমাণ আদালতে দ-বিধিতে ১০দিনের কারাদ- দেয়া হয়েছে। এক্ষেত্রে রেজিস্ট্রেশনে অনিয়মের দায়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে দু’জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। প্রতিটি পরীক্ষায় অনিয়মের বিরূদ্ধে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এছাড়া শ্যামনগর উপজেলায় দু’জন কেন্দ্র সচিবকে দায়িত্বে অবহেলার নিমিত্ত কারণ দর্শানো হয়েছে। সারা জেলায় সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা জানান, পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা সন্তুষ্ট। উল্লেখ্য, এবারও কঠোর নিরাপত্তার পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন