“জেলা আমার, দায়িত্ব আমার”
‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ বিনির্মাণের অংশ হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে বের হন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জেলা প্রশাসক বসুন্ধরা ইলেকট্রনিক্স, আদি ফকির মিষ্টান্ন ভান্ডার, তাজ অপটিক্যাল, জনতা অপটিক্যাল, ন্যাশনাল অপটিক্যাল সহ বেশকিছু দোকান মালিককে ধন্যবাদ জানান এবং অন্যান্য দোকান মালিককে এইসব পরিচ্ছন্ন দোকান অনুসরণ করার পরামর্শ দেন।

এসময় মার্কেট গুলোর সামনে পড়ে থাকা চিপর্সের খোসা সহ অন্যান্য আবর্জনা জেলা প্রশাসক রাস্তা থেকে তুলে নির্দিষ্ট ডাস্ট বিনে ফেলে দেন।এর আগে জেলা প্রশাসক নিজ খরচে সাতক্ষীরা জেলা শহরের প্রত্যেকটি দোকানের সামনে একটি করে ময়লা ফেলার প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করেছিলেন সেই ডাস্টবিনে প্রত্যেক দোকানদার কে আবর্জনা ফেলার জন্য জেলা প্রশাসক নির্দেশনা প্রদান করেন।পরিচ্ছন্নতা অভিযান শেষে জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল বলেন
ফুটপাত দখল করে শহরে যারা অবৈধভাবে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আগামীকাল থেকে সাড়াশি অভিযান চালানো হবে।পরিচ্ছন্নতা অভিযানে এসময় সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী সহ জেলা প্রশাসনের অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।        





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন