খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভা আজ (রবিবার) সকালে অনলাইন প্লাটফর্ম জুম প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের আবাদযোগ্য কোন জমি যেন ফাঁকা পড়ে না থাকে। কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন গণপরিবহণে স্বাস্থ্যবিধি পালনে শিথিলতা দেখানো ঠিক হবে না।

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন অর্থবছরে সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ এগিয়ে নেয়া, আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ ও আশ্রয় কেন্দ্র নির্মাণ, নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ বিষয়ে দপ্তর প্রধানদের অনুরোধ জানান।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন