♣♣♣♣
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা কৃষকলীগের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। সাধারণ সম্পাদক মনজুর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের কিংবদন্তী সভাপতি,সাবেক সংসদ সদস্য (পরপর ২ বার), সাবেক জেলা পরিষদ প্রশাসক জননেতা আলহাজ্জ মুনসুর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি জনাব অধ্যক্ষ আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,জেলা মহিলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎসা আরা,যুবমহিলা লীগে নেত্রী নাজমুন নাহার মুন্নি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক স ম তাজমিনুর রহমান টুটুল, পৌর কৃষকলীগের সভাপতি শামছুজ্জামান জুয়েলসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগস্ট মাস শোকের মাস। এ মাসে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু কে হত্যা করা হয়েছিলো। বঙ্গবন্ধু কে হত্যা করে তারা বাংলাদেশকে আবারো পাকিস্তানী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো। কিন্তু তাদের উদ্দেশ্যে সফল হয়নি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন সাধারণ মানুষের হৃদয়ে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক মুক্ত করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। ওই স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় যেতে না পেরে সে কারণে আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।