একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষিরা -৩ আসনে নির্বাচিত সাবেক সফল সাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক কে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন  জানানো  হয়েছে।গতকাল সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডেপুটি ডাইরেক্টর জনাব রওশন আরা জামানের নেতৃত্বে সদর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার মো: নকিবুল হাসান,সদর উপজেলার মেডিকেল অফিসার এমও (ক্লিনিক)ডা:লিপিকা বিশ্বাস,কলারোয়া উপজেলার এমও(ক্লিনিক)ডা:প্রবীর কুমমার মুখার্জী,মেডিকেল অফিসার এমও এমসিএইস এফপি ডা:আমিনুল ইসলাম,কালিগঞ্জের ইউএফপিও সেলিম হোসেন সহ জেলা ফ্যামিলি প্লানিং বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্টার্ফবৃন্দ সাতক্ষীরা থেকে নলতায় তাদের প্রাণপ্রিয় স্যার অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে যান।এসময় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দদের উপস্থিতি দেখে বিপুল ভোটে জয়ী সাতক্ষীরা ৩ আসনের নৌকার মাঝি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক খুশি হন এবং তাদের কে ধন্যবাদ জানান ও জেলার মানুষদের আন্তরিকভাবে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আহবান জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন