সিটিজেন জার্নালিস্ট,সাতক্ষীরাঃ
বৎসরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থাপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ দেওয়া ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হওয়ায়,আনন্দ উৎসব হিসাবে আজ ইং ২৫/১১/২০১৭ তারিখ সকাল ৯.৪০মিনিটে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সুযোগ্য উপ-পরিচালক ও স্বাস্থ্য ক্যাডারের ১৮তম বিসিএস জনাব রওশন আরা জামানের নেত্বত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব মোঃ নকিবুল হাসান ও মেডিকেল অফিসার Momch-Ff ডাঃ আমিনুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় কাটিয়া আমতলা মোড় (জেলা অফিস) হইতে বিশাল একটি আনন্দ শোভা-যাত্রার মিছিল রং-বেরং এর ফেস্টুন ও ব্যার্ণার সহ সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মিলিত হয়।

অতপর,র্যালি টি অপেক্ষামান জেলা প্রশাসন,সাতক্ষীরা আয়োজিত সুদীর্ঘ ও বর্ণাঢ্য র্যালি’র সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন সড়ক অতিক্রম করে সাতক্ষীরা রাজ্জার্ক পার্কে এসে মিলিত হয়।

এসময় শহীদ আব্দুর রাজ্জার্ক পার্কে জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত বঙ্গবন্ধু’র জীবনী নিয়ে কবিতা আবৃতি,গান ও মনোমুগ্ধকর সংস্কৃতি অনুষ্ঠানে সবাই অংশ গ্রহন করেন।জেলা পরিবার পরিকল্পনা অফিসের সাথে সদর পঃপঃ অফিসের সকল FPI,সকল SACMO,সকল FWV গন ও সকল FWA গন উক্ত শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন