সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের জুলাই/২০ মাসের মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।

অপরাধ পর্যালোচনা সভায় জুলাই/২০২০ এঁর শ্রেষ্ঠ চৌকস অফিসার (সার্কেল) নির্বাচিত হন তালা সার্কেলের সিনিয়র সহকারী  পুলিশ সুপার  মোঃ হুমায়ুন কবির।

এছাড়া ক্রাইম কনফারেন্সে জেলার চৌকস অফিসার ইনচার্জ নির্বাচিত হন পাটকেলঘাটা থানার ওসি  কাজী ওয়াহিদ মুর্শেদ। এছাড়া অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ চৌকস তদন্তকারী কর্মকর্তা নির্বচিত হন পাটকেলঘাটা থানার পরিদর্শক তদন্ত   জেল্লাল হোসেন প্রমুখ।

ক্রাইম কনফারেন্সে সর্বপরি ভালোকাজে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ও প্রথম স্থান অধিকার করায় তালা সার্কেলের সিনিয়র এএসপি, পাটকেলঘাটা থানার ওসি ও পরিদর্শক তদন্তের হাতে পুরুস্কার তুলে দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।জেলা পুলিশের ক্রাইম কনফারেন্সে এসময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো: আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি ইয়াছিন আলি, তালা সার্কেলের সিনিয়র এএসপি হুমায়ুন কবির, ডিএসবির সহকারী পুলিশ সুপাার মো: সাইফুল ইসলাম, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,গোয়েন্দা শাখার ইনচার্জ মহিদুল ইমলাম, সাতক্ষীরা থানার ওসি মো: আসাদুজ্জামান,ট্রাফিক পুলিশের টিআই সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ উক্ত ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন