নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা শহরের উপকন্ঠে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের বাঁকালে নব নির্মিত মার্কাস জামে মসজিদ চত্বরে তিন দিন ব্যাপী শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। শনিবার সকাল থেকে শুরু হয়ে আগামী সোমবার আখেরি মোনাজাতের মদ্য দিয়ে শেষ হবে সাতক্ষীরায় বিশ্ব ইজতেমা।
সাতক্ষীরায় তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমায় শনিবার সকাল থেকে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা, খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মুসুল্লিরা বেডিংপত্র নিয়ে ইঞ্জিনভ্যান, মাইক্রোবাস, পিকআপ, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবহন যোগে সাতক্ষীরা জেলা শহরের উপকন্ঠে বাঁকাল মার্কাস জামে মসজিদ প্রাঙ্গনে সমবেত হয়েছেন।
তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে মার্কাস জামে মসজিদ এলাকায় প্রায় ১০০ বিঘা জমির উপর প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। এতে প্রায় ৮০/৯০ হাজার মুসুল্লিগন একসাথে নামাজ আদায় ও বয়ান শুনতে পারবেন।
এছাড়া বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ বিদেশী অতিথি মুসুল্লিদের জন্য আলাদা তাবু টানানো হয়েছে। বিশ্ব ইজতেমায় বয়স্কো মুসুল্লিদের পাশাপাশি তরুণ ও যুবক বয়সীরা অংশ নিয়েছেন।
তিনদিন ব্যাপী সাতক্ষীরায় বিশ্ব ইজতেমা সুষ্টু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইজতেমা এলাকায় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপরে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ টহলের পাশাপাশি সাদা পোষাকেও পুলিশ মোতায়েন রয়েছে।
ইজতেমায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া সাতক্ষীরা বিশ্ব ইজতেমা আগামী সোমবার ফজরের নামাজ শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে।