♣♣♣♣
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মসূচি চলছে। বুধবার (১৫আগস্ট) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে শোক র্যালী বের হয়।
র্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্য নিবেদিত কবিতা পাঠ, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ শীর্ষক প্রমাণ্য চিত্র প্রদর্শন, রক্ত দান কর্মসূচি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনের সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়।
সকল মসজিদ, জেলখানা, সকল মাদরাসা ও এতিমখানায় বিশেষ মোনাজাত, কালেক্টর জামে মসজিদে দোয়া অনুষ্ঠান, মায়ের বাড়ী মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা করা হবে এবং জেলার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় সংগঠনের উদ্যোগে আলাদাভাবে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা পরিষদ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মহসীন আলী প্রমুখ।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিক মোসফিকুর রহমান মিল্টন।