মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় এতিম শিশুদের নিয়ে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) প্রাঙ্হণে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, পৌরসভার ০৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক মাহফুজা রুবি, সোনিয়া পারভীন শাপলা, সদস্য তৈয়েবা, গুলশানারা, মনোয়ারা আমিন ও শিমুন শামস্ প্রমুখ। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ ও সাতক্ষীরা শিশু পরিবার (বালক)’র এতিম শিশুরা উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি।