জেলা রোভারের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।গত ৭ আগস্ট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন। জেলা রোভারের কোষাধ্যক্ষ ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার গ্রুপ সম্পাদক মো: আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার সম্পাদক ও সখীপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক এসএম আসাদুজ্জামান। সভায় এজেন্ডা ভিত্তিক নানা আলোচনায় আগামী বার্ষিক সাধারণ সভার স্থান হিসেবে সাতক্ষীরা সরকারি কলেজের নাম চূড়ান্ত করা, নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন, ডেঙ্গু বিষয়ে সচেতনতার জন্য স্ব স্ব প্রতিষ্ঠান ও যার যার আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হক ও জেলা স্কাউটস এর সম্পাদক পল্টু বাসারের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা রোভার কর্মকর্তা আব্দুর রশিদ।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের সাবেক সম্পাদক ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো: মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ আলহাজ্জ্ মো: আজিজুর রহমান, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ শিহাব উদ্দিন, নওয়াবেকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলি, ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের নিরীক্ষা কমিটির আহবায়ক মোবাশ্বরুল হক জ্যোতি, সহকারী অধ্যাপক ও জেলা রোভারের যুগ্ম-সম্পাদক তানবীর হোসেন, সহকারী অধ্যাপক ও জেলা রোভারের সহকারী কমিশনার আ ন ম গাউছার রেজা, নিরীক্ষা কমিটির সদস্য ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার নেতা মো: মনিরুজ্জামান (মহসিন), নিরীক্ষা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মফিজুল হক, প্রভাষক শিরিন সিদ্দিকাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।