মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেল হত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বানে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল দলের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদের সভাপতিত্বে এবং সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের হত্যার পর খুনি মোস্তাক আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে তারই হুকুমে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে জেলখানায় ৩ নভেম্বর’১৯৭৫ সালে জাতীয় ৪ নেতাকে হত্যা করে খুনিরা। ৩ নভেম্বরের হত্যাকান্ডের পিছনের কুশীলবদের চিহ্নিত করতে হবে। এই লক্ষ্যে একটি কমিশন গঠনের দাবি করছি।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক আইন সম্পাদক এড. ওসমান গণি, এড. আজহারুল ইসলাম, এড. অনীত কুমার মুখার্জী, শেখ আব্দুল কাদের, জেএম ফাত্তাহ, সাবেক সদর সভাপতি শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার মুনসুর আহমেদ, মীর মোশাররফ হোসেন মন্টু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হাসান মাসুম,  সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অহিদ পারভেজ, সাবেক সভাপতি রেজাউল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম নান্টু, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, মহিলা নেত্রী শিমুন শামস, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সভাপতি রাশেদুজ্জামান রাশিসহ পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন তুফান কোম্পানি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ওমর ফারুক। প্রেসবিজ্ঞপ্তি

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন