নিজস্ব প্রতিবেদকঃ
আজ ০১ জানুয়ারী ২০১৮ তারিখ সোমবার বৎসরের প্রথম দিনেই সাতক্ষীরা জেলা ওভারলোড নিয়ন্ত্রণ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জেলা অভারলোড নিয়ন্ত্রন কমিটির সুযোগ্য সভাপতি জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন,বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, সাতক্ষীরা।

জেলা প্রশাসকের কক্ষে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ও সাতক্ষীরা সদর সার্কেল জনাব মেরিনা আক্তার,উপ-পরিচালক জনাব আব্দুল জলিল (ট্রাফিক)ভোমরা স্থল বন্দর, বিারটিএ র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক জনাব তানভীর আহম্মেদ চৌধুরী,মোঃহাবিবুল্লাহ আল বাকী (পিআরও) ৩৮ বিজিবি,সাতক্ষীরা,মোহাম্মাদ মজ্ঞুরুল করিম,নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ,সাতক্ষীরা ও জেলা বাস- ট্রাক মালিক সমিতির সেক্রেটারী উক্ত সভায় উপস্থিত ছিলেন।

সভায় সম্প্রতি ভোমরা বন্দরে ভারতীয় ট্রাক উল্টে দূর্ঘটনা ঘটায় দুঃখ প্রকাশ করা হয়।এ বিষয় ভোমরা স্থল বন্দরেরর উপ-পরিচালক আব্দুল জলিল কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন,সাতক্ষীরা শহর থেকে বাঁকাল মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তা সম্পূর্ন নতুন করা হয়েছে,সরকারের ওয়াদা মোতাবেক।যেটুকু রাস্তা খারাপ আছে শহরের ভিতরে,রাস্তার কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ হবে।

উক্ত সভায় কমিটির অন্যান্য সকল সদস্য উপস্থিত ছিলেন এবং সভায় সকলের সম্মতিতে সিদ্ধান্ত গৃহিত হয়,যে যানবাহনে কোন রকম অতিরিক্ত ওজন বহন করা যাবেনা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন